দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : ঢাকা-রাজবাড়ী-ভাঙ্গা রুটে দুটি কমিউটার ট্রেন চালু হয়েছে। গতকাল শনিবার (৪ মে) দুপুরে শিবচর রেল স্টেশনে এ জোড়া ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম।
এসময় তিনি বলেন, ভবিষ্যতে এ পথে আরেকটি ট্রেন চালু করব। পরের ট্রেনটি নতুন বগি দিয়ে শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালু হবে। ওই ট্রেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেল লাইন বানানো হবে। সেটি আটটি জেলাকে যুক্ত করবে। আমরা চিন্তা করছি, রেলে বর্তমানে দুটি জোন রয়েছে। আরও দুটি জোন তৈরি করা হবে। এর একটা হবে ভাঙ্গা-ফরিদপুর। এটির জোনাল অফিস হবে ভাঙ্গায়। এতে করে ভাঙ্গায় রেলের সেবা আরও বাড়বে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাঙ্গা-ঢাকা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেস। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে চন্দনা এক্সপ্রেস। ট্রেনটিতে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে।
শিবচর স্টেশন মাস্টার মো:সেলিম হোসেন বলেন, রোববার সকাল থেকে ট্রেনটি যাত্রী নিয়ে চলাচল শুরু করবে। প্রতিদিন সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশে এবং সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসবে।
রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর সভাপতিত্বে এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply