দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন মানেই তা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মশিউর রহমান।তিনি বলেন, দেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মন-মগজে গণতন্ত্রে বিশ্বাসী একজন বিশ্বনেত্রী। তার অধীনে নির্বাচন মানেই তা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে বাধ্য।
শুক্রবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) আয়োজিত ‘উন্নয়ন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণতান্ত্রিক উন্নয়নের মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে উল্লেখ করে অধ্যাপক মশিউর রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদের ৩০ লাখ শহীদের শক্তিমত্তাকে বিবেচনায় রাখা উচিত। আমরা তাদের উত্তরসূরী, যারা রক্ত দিয়ে দেশ রক্ষা শিখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই বাংলাদেশ হতে চাই, যে বাংলাদেশ আগামী দিনে মানবিকতায়, বিজ্ঞানে ও প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দেবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, এ পর্যন্ত বাংলাদেশের যতটুকু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তা কারও দয়ায় নয়। বরং আমরা যখনই মাথা তুলে দাঁড়াতে চেয়েছি, তখনই আমাদের পথ চলায় বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আমাদের পূর্বসূরীরা শিখিয়েছেন দেশ বাঁচাতে কীভাবে বন্দুকের সামনে বুক চিতিয়ে লড়তে হয়। বাংলার মানচিত্রে আপনারা হাত দেবেন আর বাঙালি বসে থাকবে তা ভাবার কোনো কারণ নেই। এটি আফগানিস্তান, মিয়ানমার বা শ্রীলঙ্কা নয়। এটি বাংলাদেশ। আত্মশক্তিতে বলীয়ান এক ভিন্ন বাংলাদেশ।
আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ইআরডিএফবির সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
Leave a Reply