দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত কাল রোববার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ হলমার্ক কেলেংকারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রায় সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ নয়জনকে দুই ধারায় মোট ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সরকারি কর্মচারি হয়েও ‘বিশ্বাসভঙ্গ, সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা ও অপরাধে সহায়তা করার দায়ে’ তাদের এ সাজা দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।রায়ে দণ্ডিতরা হলেন, সোনালী ব্যাংকের তৎকালীন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, নির্বাহী কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আব্দুল মতিন, উপ-মহাব্যবস্থাপক মো. সফিজ উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক মো. কামরুল হোসেন, মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথ, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের এমডি মো. সাইফুল ইসলাম রাজা, পরিচালক আবদুল্লাহ আল মামুন ও মন্ডল ট্রের্ডাসের স্বত্ত্বধিকারী মো. মকবুল হোসেন। এদের প্রত্যেককে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর এবং ৪২০ ও ১০৯ ধারায় সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আসামিদের ১০ বছর কারাভোগ করতে হবে।
এছাড়া মামলায় সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেনকে একটি ধারায় ৫ বছর এবং অন্য ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বলে তাকে ৫ বছর কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি মাইনুল হক, সফিজ উদ্দিন, শেখ আলতাফ ও কামরুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
Leave a Reply