1. bbdbarta@gmail.com : Delowar Delowar : Delowar Delowar
  2. bbdbartabd@gmail.com : Delower Hossain : Delower Hossain
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হল বাঙ্গালীর প্রাণের উসব পহেলা বৈশাখ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি)র শ্রদ্ধা ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুই কিশোর নিহত ফরিদপুর বরিশাল মহাসড়কের যানজট নিরসনে টেকের হাটে উচ্ছেদ অভিযান চলমান ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু রাজৈর উপজেলা প্রেসক্লাবের উদ্দোগে তালুকদার প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকার রাস্তার বেহাল দশা, জনগনের চরম ভোগান্তি কাশিয়ানীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া প্রত্যয়নপত্র দেয়া চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা মহান স্বাধীনতাদিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো নীল পূজা ও অস্টোক গান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৮২ Time View

দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল বুধবার (১৩ এপ্রিল) চৈত্র-সংক্রান্তি উপলক্ষে সকাল থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের মধ্যপাড়ার অরবিন্দু ভৌমিকের বাড়ীতে নীল পূঁজা ও অস্টোক গানের আয়োজন করা হয়। মুখে রং মেখে ঢং সেজে বাদ্য-বাজনাসহ পুরাতনকে বিদায় জানাতে নানা ধরনের গান-বাজনা অনুষ্ঠিত হয়।

সেই সাথে চলে পূজা-অর্চনাও। ধর্মীয় গান গেয়ে নীল পূজায় অংশ নেয়া শিল্পীরা গ্রামের মানুষকে আনন্দ দিয়ে থাকেন। ৫ দিন ধরে চলবে নীল পূঁজা ও অস্টোক গানের আনুষ্ঠিকতা।

হিন্দু ধর্মের পৌরাণিক ধর্মমতে দেবতা শিব সমুদ্র মন্থনে বিষপান করে নীল কণ্ঠ ধারণ করেছিলেন। আবার বৈদিক হিন্দু ধর্মমতে, সূর্য অস্ত গেলে চারিধার গাঢ় অন্ধকার হয়ে আসে। গাঢ় অন্ধকার নীল বর্ণের হয়। এখানে বছরের আয়ুষ্কাল শেষ হওয়ার প্রতীকী হলো এই নীল। তাই চৈত্রসংক্রান্তির দিনে নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

নীল পূঁজার নাচের দল বর্ণিল দেবদেবীর সাজে নানা বাদ্যযত্রের অনুসঙ্গে নাচ গান করে মানুষের মনোরঞ্জন করেন। প্রতিটি দলে ৫ থেকে ১০ জন থাকেন। রাধা, কৃষ্ণ, শিব, পার্বতি, নারদ সেজে সকাল থেকে মধ্য রাত পযর্ন্ত নাচ ও গান পরিবেশন করেন। এতে শিশুরাও অংশ নেয়।

গ্রাম বাংলার সকল মানুষের কাছে দারুণ উপভোগ্য এই নীল পূঁজা ও অস্টোক গান। এসব নাচের দল বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল আর নগদ অর্থ সংগ্রহ করে। নীল পূঁজা মূলত চৈত্রের শেষ দিনের হিন্দু ধর্মীয় উৎসব হলেও আবহমান বাংলার উৎসবে তা সার্বজনীন এক উৎসবে পরিণত হয়েছ।

মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের মধ্যপাড়ার অরবিন্দু ভৌমিক বলেন, চৈত্র সংক্রান্তিতে নীল পুঁজা ও অস্টোক গানের আয়োজন করা হয়। হাজার বছরের পুরনো সংস্কৃতি মুলধারা টিকিয়ে রাখার প্রয়াসে এ নীল পুঁজা ও অস্টোক গানের আয়োজন করা হয়েছে। এসময় গ্রামের ছোট শিশুদের নিয়ে শিব পাবর্তীর পাঁচালী প্রদশর্ন করানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2024