1. bbdbarta@gmail.com : Delowar Delowar : Delowar Delowar
  2. bbdbartabd@gmail.com : Delower Hossain : Delower Hossain
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৬ জেলায় ঝড়বৃষ্টির হওয়ার সম্ভাবনা টেকেরহাট কুমার নদীতে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মৎস্য নিধন হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু র সমাধিতে চীন: রাষ্ট্রদূতএর শ্রদ্ধা নিবেদন টুঙ্গিপাড়া শাখা গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হল বাঙ্গালীর প্রাণের উসব পহেলা বৈশাখ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি)র শ্রদ্ধা ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুই কিশোর নিহত ফরিদপুর বরিশাল মহাসড়কের যানজট নিরসনে টেকের হাটে উচ্ছেদ অভিযান চলমান ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নে এনজিও পরিচয় দিয়ে প্রতারণা আটক ,৩ জন

  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

দৈনিক বঙ্গবন্ধু দেশবার্তা : স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় মাদারীপুরে ঋণ দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তিনজন ভুয়া এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) জেলার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে তাদের নামে মামলা করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝাকার গ্রামের মৃত দবির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৫০), একই উপজেলার মুকসুদপুর গ্রামের আবু বকর মুন্সির ছেলে মাসুদ মুন্সি (৩৭) ও অজুর্ণদাহা গ্রামের আপেল শেখের ছেলে আলমগীর হোসেন শেখ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রতারকচক্র মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরাকান্দি এলাকায় সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে জামানত সংগ্রহ শুরু করেন। এসময় তারা আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচয় দেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে সিদ্দিক, মাসুদ ও আলমগীর নামে তিনজনকে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরে আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় বুধবার সকালে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় প্রতারণার মামলা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আটকরা আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচয় ব্যবহার করে ঋণ দেওয়ার ভুয়া বই ও কাগজপত্র ছাপিয়েছেন। দীর্ঘদিন ধরে এক একজনকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত নেন। পরে তারা এলাকা থেকে লাপাত্তা হয়ে যান। আর তাদের খুঁজে পান না ভুক্তভোগীরা। আটক তিনজনের বিরুদ্ধে এরআগেও রাজধানীর শের-ই বাংলা থানা, ফরিদপুরের আলফাডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2024