দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ শুক্রবার (২৯ এপ্রিল) আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেসমুল্লা হাবিব বলেন,স্থানীয় সময় ২ টা নাগাদ পশ্চিম কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রমজানের শেষ জুমার দিনে শত শত মুসল্লি নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবান নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাফি তাকোর এই বিস্ফোরণের বিস্তারিত কিছু জানায়নি। তালেবানের নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের স্থান ঘিরে রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিস্ফোরণের সূত্র তাৎক্ষণিক জানা যায়নি, একইসঙ্গে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মসজিদের ভেতরে থাকা এক মুসল্লি রয়টার্সকে বলেন, নামাজের সময় বিশাল বিস্ফোরণ ঘটে। এতে তার পা ও হাত পুড়ে যায়।
মোহাম্মদ সাবির নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, বিস্ফোরণের পর তিনি অনেক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণ অনেক জোরে ছিল, আমি ভেবেছিলাম আমার কানের পর্দা ফেটে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মসজিদের কাছের এক হাসপাতালের নার্স জানান, হামলায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন ব্যক্তিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply