আম গ্রামের ভন্ড পীর প্রতারক সৈয়দ আক্তার হোসেন লিটন পাগলার বিরুদ্ধে মামলা
-
Update Time :
সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
-
২৩০
Time View
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় সুত্রে জানাযায় সৈয়দ আক্তার হোসেন( লিটন পাগলা) ওরফে মাওলানা আলাউদ্দিন পিতা মৃত-সৈয়দ দলিল উদ্দিন সাং-লুন্দি ,বর্তমান ঠিকানা-আমগ্রাম ডাকঘর-আমগ্রাম থানা: রাজৈর ,জেলা-মাদারীপুর ,দয়াময় দরবার শরীফ নামে ভন্ড পীর ও প্রতারক চক্রের আস্তানা।সে দীর্ঘ দিন ধরে দেশ বিদেশে মোবাইল ফোনের মাধ্যমে নানান কৌশল অবলম্ভন করে মসজিদ,মাদ্রাসা,এতিম খানার নামে মিথ্যা প্রতারনা করে অন্যের একাউন্ড নাম্বার ব্যাবহার করে আনে কয় এক লক্ষ টাকা।এলাকায় তার বিরুদ্ধে একাধীক অভিযোগ পাওয়াগেছে।অভিযোগকারী ভুক্তভুগী রাজৈর থানার নরার কান্দী গ্রামের মৃত-আলাউদ্দিন মিয়ার ছেলে মো:রুহুল আমিন(৫২) গত ১২-১২-২০২২ ইং তারিখে বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুর আদালতে -সি,আর ৫৪৮ নং একটি প্রতারনা মামলা দায়ের করেন।মামলার বিবরনে জানাযায় আমগ্রাম ব্রীজের দক্ষিন পাশে ইট বালু ,রড সিমেন্ট ক্ষুদ্র ব্যাবসায়ী রুহুল আমীন এর দোকান থেকে ১৮ হাজার ৬ শত টাকার বালু ও সিমেন্ট বাকি নেয়।দশ দিন পরে বাকী টাকা দেওয়ার কথা থাকে কিন্ত আসামী সৈয়দ আক্তার হোসেন লিটন পাগলা বলে আপনার একাউন্ড নাম্বার দেন আপনাকে টাকা এনে দিব আমি সরল বিশ্বাসে আমার ইসলামী ব্যাংক লি: টেকেরহাট শাখার একাউন্ট নাম্বার টি দেই।আসামী আমাকে জানায় যে আপনার উক্ত একাউন্ট নাম্বারে ৩ লক্ষ ২৮ হাজার টাকা ৬ শত টাকা আসবে ।
টাকা আসলে আপনি বালু ও সিমেন্ট এর পাওনা টাকা ১৮ হাজার ৬ শত টাকা রেখে বাকী ৩ লক্ষ ২৮ হাজার টাকা ৬ শত টাকা আমাকে প্রদান করিবেন।গত ২৬-০৮-২০২১ ইং তারিখে কোথা থেকে যেন অমার একাউন্ট নাম্বারে ৩ লক্ষ ২৮ হাজার টাকা ৬ শত টাকা আসে।আমি সরল বিশ্বাসে আসামীর কথা মত আমার পাওনা টাকা রেখে বাকী সব টাকা তাকে দিয়ে দেই।পরে আমি জানতে পারি আসামী সৈয়দ আক্তার হোসেন লিটন পাগলা এক জন ভন্ড,প্রতারক, জ্বীনের বাদশা,তার নামের উপাধি মাওলানা থাকলেও সে কোন আলেম না।তার কোন মসজিদ মাদ্রাসা,এতিম খানা নেই।তার আছে শুধু দয়াময় দরবার শরীফ গাজা খাওয়ার আস্তানা।আসামী নিজেকে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিম খানা মুকসুদপুর গোপালগঞ্জের পরিচালক ও তত্বাবধায়ক সাজিয়া ও নিজেকে মাওলানা আলাউদ্দিন পরিচয় দিয়ে এতিম ও অসহায় ছাত্রদের লেখাপড়া ও ভরনপোষনের জন্য আর্থিক সাহায্যের কথা বলে মাল্টি ব্যাবস লি: এর সিনিয়র অফিসার মো:আব্বাস আলী নয়াপাড়া ,থানা-কাশিমপুর জেলা-গাজীপুর এর সাথে পাচটি মোবাইল নাম্বারে কথা বলে মিথ্যা তথ্য দিয়ে ৩ লক্ষ ২৮ হাজার ৬শত টাকা আত্বসা্ত করে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply