দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা: ইসরায়েলের সঙ্গে চলমান লড়াইয়ে এবার লেবাননের হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছে বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন নিহত এবং মোট ৪৯ জন সদস্য নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা গভর্নরেটের দুই ব্যক্তিকে ‘জিহাদি দায়িত্ব পালন করার সময়’ হত্যা করা হয়েছে। তবে বিস্তারিত কোনো বিবরণ তারা প্রদান করেনি।
হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা বাড়ছে। হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তারা গাজায় পরিকল্পিত স্থল আক্রমণের বিরুদ্ধে সতর্ক করেছেন, যখন ইসরায়েলিরা বলেছে যে তারা সশস্ত্র গোষ্ঠীর আন্তঃসীমান্ত আক্রমণের ক্ষেত্রে জোরালো প্রতিশোধ নেবে।
দক্ষিণ লেবাননের গ্রাম থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ২০০ লোক বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করেছে যে তার উত্তর সীমান্তের কাছে আরও ১৪টি শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
Leave a Reply