দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২৯ দিন ও ৫৫ ম্যাচের এই মেগা ইভেন্টের শেষ হাসি হাসলো ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বার এবং তৃতীয় দেশ হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো রোহিত শর্মার দল।
টুর্নামেন্টের নবম আসর শেষে আসুন এক নজরে দেখে নেই এই আসরের রোল অব অনার ও ব্যক্তিগত রেকর্ডসমূহ:
রোল অব অনার
চ্যাম্পিয়ন: ভারত
রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: জাতপ্রিত বুমরাহ
রান ও ব্যাটিং রেকর্ড
সর্বোচ্চ রান: রহমানুল্লাহ গুরবাজ (২৮১)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: নিকোলাস পুরান (৯৮)
সর্বোচ্চ অর্ধশতক: রোহিত শর্মা (৩)
সর্বোচ্চ ছয়: নিকোলাস পুরান (১৭)
এক ইনিংসে সর্বোচ্চ ছয়: অ্যারোন জোন্স (১০)
সর্বোচ্চ শূন্য রানে আউট: রজার মুকাসা (৩)
বোলিং ও ফিল্ডিং রেকর্ড
সর্বোচ্চ উইকেট: ফজলহক ফারুকি ও আর্শ্বদ্বীপ সিং (১৭)
সেরা বোলিং ফিগার: ফজলহক ফারুকি ৯/৫
সেরা ইকোনমি: টিম সাউদি ৩.০০
সর্বোচ্চ ক্যাচ: এইডেন মার্করাম (৮)
এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ: এইডেন মার্করাম ৪
সর্বোচ্চ ডিসমিসাল: ঋষভ পন্ত (১৪)
দলীয় রেকর্ড
সর্বোচ্চ দলগত ইনিংস: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (বনাম আফগানিস্তান)
দুই ইনিংস মিলে এক ম্যাচে সর্বোচ্চ রান: ৩৯১ (যুক্তরাষ্ট্র ও কানাডা)
সর্বোচ্চ রানে জয়: ১৩৪ রানে ওয়েস্ট ইন্ডিজ (উগান্ডার বিপক্ষে)
সর্বোচ্চ রানের জুটি: গুরবাজ-জাদ্রান ১৫৪
Leave a Reply