দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত কাল লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফারুক খান এর ৭২ তম শুভ জন্ম দিন ছিল।জানাযায় ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার অন্তগর্ত মুকসুদপুর উপজেলায় জন্ম গ্রহন করেন।ঢাকা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যায়ে ৭ম-১০ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন।
দাম্পত্য সঙ্গী নীলুফার ফারুক খান সন্তান কান্তরার খান খান মোহাম্মদ ফারুক খান এম পি একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক বাণিজ্য ও শিল্প সম্পাদক এর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওমীলীগের রাজনীতিবিদ শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রী সভার সদেশ্য, সপ্তম জাতীয় সংসদ সদেশ্য,নবম জাতীয় সংসদ সদেশ্য,দশম জাতীয় সংসদ সদেশ্য, একাদশ জাতীয় সংসদ সদেশ্য,বাংলাদেশ সবেক বানিজ্য মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী হন।বর্তমান তিনি গোপালগঞ্জ-১ মুকসুদপুর ও কাশিয়ানী আসনে বাংলাদেশ আওয়ামীলীগ দলের একজন প্রেসিডিয়াম সদস্য।
Leave a Reply