দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের কালকিনিতে জমির পর্চা জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- কালকিনির পৌরসভার পাঙ্গাসিয়া গ্রামের জব্বার তালুকদারের ছেলে নান্নু তালুকদার (৪৫) ও একই এলাকার মাজেদ তালুকদারের ছেলে সবুজ তালুকদার (৩০)।
পুলিশ জানায়, পাঙ্গাসিয়া মৌজার বিভিন্ন দাগের বেশ কিছু জমির পর্চা স্ক্যানিং করে কম্পিউটারের মাধ্যমে নান্নু তালুকদার ও সবুজ তালুকদার নিজেদের নামে মালিকানা অন্তর্ভুক্ত করেন। সেই নকল পর্চা দিয়ে জমি বিক্রি করতে যান তারা। পরে জমির মূল মালিকরা এ বিষয়টি জানতে পেরে প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্যদের আসামি করে মামলা দেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।মামলার বাদী মো. রুবেল তালুকদার বলেন, জালিয়াতির মাধ্যমে আসামিরা তাদের নামে পর্চা বানিয়ে আমাদের জমি বিক্রির চেষ্টা করেন। তাই তাদের নামে মামলা করি। কালকিনি থানার এএসআই জাকির হোসেন বলেন, আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply