দৈনিক বঙ্গবন্ধু দেশবার্তা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচি কাঠা গ্রামের তিন ফসলি কৃষি জমিতে মাছের ঘের তৈরীর প্রতিবাদে মানববন্ধন কর্মসুচীপালিত হয়েছে। রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচি কাঠা গ্রামের জমির মালিকগন ও সাধারণ চাষীরাও মানববন্ধন কর্মসূচী পালন করে।বুধবার (১৪ জুন) দুপুরে তিন ফসলি জমি রক্ষায়জমির উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় জমি রক্ষায় বিভিন্ন শ্লোগান দেন তারা।মানববন্ধন চলাকালে কাদের মোল্লা, গনি মোল্লা, দশরথ বিশ্বাস, মিন্টু শিকদার বক্তব্য রাখেন।এসময় জমির মালিক কাদের মোল্লা বলেন, এলাকার প্রভাবশালীরা এসব তিন ফসলি জমি কেটে ঘের তৈরী করছেন। এতে আশংকাজনক হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। আইনের কোন তোয়াক্কাকরছে না এসব প্রভাবশালীরা।
অপর জমির মালিক গনি মোল্লা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল প্রায় ৩৫০ বিঘা জমি নিয়ে একটি মাছের ঘের তৈরী করছে। আমাদের এই জমিতে দুই ফসল আবার তিন ফসলও উৎপাদন করা যায়।মাছের ঘের হলে আমরা সাধারণ চাষীরা অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবো।মৎস চাষী দশরথ বিশ্বাস বলেন, বর্ষা মৌসুমে অনেক অসহায় মানুষ এই বিলের থেকে দেশীয় মাছ ঘরে জীবিকা নির্বাহ করে। গবাদি পশুর খাদ্যও আমরা এই জমি থেকে সংগ্রহ করি। তাছাড়াও এই ঘেরের মধ্যে আমাদের অনেক বাড়িঘর রয়েছে। এখানে মাছ চাষ করলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবো।জমির মালিক মিন্টু শিকদার বলেন, তিন ফসলি জমি কেটে ঘের তৈরী বন্দ করতে হবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply