দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে তিনদিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (০৯ এপ্রিল) কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মো: রবিউল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলার শাহাবাগ ও মাদারীপুর থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈ-এর ছেলে গোপাল বাড়ৈ (৩০), এই উপজেলা ও একই গ্রামের খোকন বাড়ৈ-এর ছেলে অটল বাড়ৈ (২২), প্রতাপ চন্দ্র বাড়ৈ-এর ছেলে প্লাবন বাড়ৈ (২৫) ও মশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে বরুন বালা (২৩)।
রবিবার (১০ এপ্রিল) র্যাব-৮ এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, শনিবার (০৯ এপ্রিল) কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম-এর নেতৃত্বে ঢাকা জেলার শাহাবাগ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে ধর্ষণ মামলার আসামি গোপাল বাড়ৈকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে মাদারীপুর জেলার শিবচর এলাকায় অভিযান চালিয়ে অটল বাড়ৈ, বরুন বালা ও প্লাবন বাড়ৈরকে একটি মাছের ঘের থেকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করেছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে,
গত ২৬ শে মার্চ রাতে ভূক্তভোগী (স্কুল শিক্ষার্থী) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার পীড়ারবাড়ী মন্দির হইতে গান শুনে মামা বাড়ি যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ভিকটিমের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায়। পরে প্রথমে সেখানে তাকে নগ্ন করে ভিডিও করে।
তারপর গ্রেফতারকৃত আসামীরা সবাই ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং নেশাজাতীয় কোন বস্তু খাইয়ে দিয়ে সারারাত পালাক্রমে নির্যাতন করে। পরের দিন আসামি গোপালের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং উচ্চ স্পীকারে বক্স বাজিয়ে তিন দিন ধরে সংঘবদ্ধভাবে আবারো তাকে ধর্ষন করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৬ এপ্রিল কোটালীপাড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করে। পুলিশ মেয়েটিকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান, র্যাব আসামীদেরকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি। তারা আসামীদেরকে আমাদের কাছে বুঝে দেবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তারা এসে পৌঁছেনি। তাদের কাছে আসামীদের পৌঁছানোর পর আগামীকাল (১১ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।
Leave a Reply