দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শুক্রবার (১৩ মে) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৬ জন উপ মহাপরিদর্শক (ডিআইজি)।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতার সমাধি পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো: মোজাম্মেল হক, মো: মাহফুজুর রহমান, মো: রেজাউল হক, মো: মনির হোসেন, মো: মনিরুজ্জামান, মো: মিজানুর রহমান, মো: মুনিবুর রহমান, পরিতোষ ঘোষ,
জয়দেব কুমার ভদ্র, কাজী জিয়া উদ্দিন, মো: গোলাম রউফ খান, মো: আসাদুজ্জামান, মো: মাহবুব আলম, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, শামীমা বেগম, সালমা বেগম, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply