দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (শুক্র-শনি)দুই দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনের ফলে আর্থ-সামিজিক উন্নয়ন হওয়ায় খুশি গোপালগঞ্জবাসী। শনিবার টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
বাকি ৯টি প্রকল্প শিক্ষা ও গণপূর্ত বিভাগ এবং টুঙ্গিপাড়া পৌরসভা বাস্তবায়ন করেছে। এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ফলে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। উন্নয়ন প্রকল্পের মধ্যে মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প, টুঙ্গিপাড়া লঞ্চঘাটে বাঘিয়ার নদীর পারে বোট ল্যান্ডিং র্যাম্প, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতি শ্মশান উন্নয়ন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কুশলী জাট জিসি-ধারাবাশাইল ভায়া মিত্রডাঙ্গা-সোনাখারী সড়কে ১৩০৪০ মিটার চেইনেজে তারাইল খালের ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ অন্যতম। টুঙ্গিপাড়া উপজেলার বাস শ্রমিক লেকু খান বলেন, আগে বাস টার্মিনাল না থাকার কারণে আমরা বাস সড়কের পাশে এলোমোলেভাবে রাখতাম। এতে একদিকে যেমন যান চলাচলের অসুবিধা হতো অন্যদিকে যাত্রীরা ভোগান্তিতে পড়ত। বাস টার্মিনাল হওয়ায় এখন আমরা যানবাহনগুলো ঠিকমতো রাখতে পারব। এতে যাত্রীদের ভোগান্তি কমবে।
কোটালীপাড়া উপজেলার সরাফত হোসেন বলেন, অমাদের উপজেলায সড়ক, ব্রিজসহ অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমাদের সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন ঘটবে। আমরা সহজেই যাতায়াত করতে পারব। গোপালগঞ্জে স্থনিীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেরএলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো:এহসানুল হক বলেন, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।ইতিমধ্যে এসব প্রকল্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা।
Leave a Reply