দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জে বইছে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারনে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গত কাল শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে এ জেলায় দেখা মেলেনি সূর্যের আলোর। অন্যদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ারও দাপট চলছে। বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন সড়ক-মহাসড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে । তবে সবচেয়ে কষ্টে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষেরা। অভাবের তাড়নায় শীত উপেক্ষা বাইরে বের হলেও গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। আবার শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন নানান বয়সীরা। হাসপাতালে চিকিৎসকরা যথার্থ সেবা দিতে হিমসিম খাচ্ছেন।
গোপালগঞ্জ শহরের রিকশাচালক আবুল শেখ বলেন, ঠান্ডায় রিকশা চালানোই কঠিন হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। এজন্য আমাদের আয় অনেকটা কমে গেছে।সদরের রঘুনাথপুর ইউনিয়নের কৃষক অবনি মন্ডল বলেন, তীব্র শীতের কারণে আমরা জমিতে যেতে পারছি না। বর্তমানে ইরি ধানের সময়, কাজেরও অনেক চাপ। তারপরেও আমরা শীতের কারণে জমিতে যেতে পারছি না। শীতের কারণে শ্রমিকও পাচ্ছি না।গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান জানিযেছেন, আরো ২-৩ দিন জেলায় কুয়াশা থাকবে। আগামি সপ্তাহে জেলার তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply