দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।
গত রোববার (৩ এপ্রিল) সকালে ঘণ্টাব্যাপী আদালত চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
সমাবেশে আইনজীবীরা আগামী তিনদিনের মধ্যে গোপালগঞ্জ থেকে অন্যত্র চলে যাবার আল্টিমেটাম দেওয়া হয়। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা আইনজী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, সাবেক সভাপতি আতিয়ার রহমান, শেখ নাসির আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন, সাবেক পিপি আব্দুল হালিম, আমিনুর রহমান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বিচারপ্রার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ ও বিচারকের প্রত্যাহারের দাবিতে গত ১০ দিন ধরে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা।
Leave a Reply