দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ দেশ ও জাতির মঙ্গল কামনায় গান, নাচ ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জে বাঙালির প্রাণের উসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। সকাল ৬টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পৌর পার্কের শহীদ মিনার সংলগ্ন লেক পাড়ে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্য দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু করা হয়।
সকাল ৯টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। স্থানীয় পৌর পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিভিন্ন রংবেরঙের ফেস্টুন ব্যানারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
Leave a Reply