দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : জেলা প্রশাসন সূত্রে জানাযায় গত, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার উলপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনের মাঠে নির্মিত গণগ্রন্থাগারে ফিতা কেটে একযোগে ১৫টি গণগ্রন্থাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের এডিপি ও এলজিএসপি-৩ এর ফান্ড থেকে নির্মিত গোপালগঞ্জের ১৫টি ইউনিয়নে গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়। সদর উপজেলার উলপুর ছাড়াও জালালাবাদ, বৌলতলী, চন্দ্রদিঘলীয়া, পাইককান্দি, উরফি, লতিফপুর, সাতপাড়, সাহাপুর, হরিদাসপুর, কাজুলিয়া, কাঠি, মাঝিগতি, রঘুনাথপুর ও গোবরা ইউনিয়নেও গণগ্রন্থাগার স্থাপন করা হয়।
সব গণগ্রন্থাগারের বঙ্গবন্ধু, শিশু কিশোর ও মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার নামে তিনটি কর্নার করা হয়েছে। এসব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক ও শিশু কিশোরদের জন্য বিভিন্ন কবিতা, গল্প, ইতিহাসসহ বিভিন্ন কবির বই স্থান পেয়েছ ।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় পপা, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
আগামীতে সব ইউনিয়নে এ ধরনের গণগ্রন্থাগার তৈরি করার কথা জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে সবাইকে বছরে অন্তত একটি বই উপহার দেওয়া উচিত। এ আন্দোলনটি আমরা গোপালগঞ্জ থেকে শুরু করেছি। খুব শিগগির সারাদেশেও শুরু হবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply