গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রাইস মিলের বয়লার বিস্ফোরণ নিহত-১ জন
-
Update Time :
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
-
১৯৭
Time View
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ মঙ্গলবার (৬ জুন) ভোরে গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণ হয়ে দেয়াল চাপা পড়ে নূর ইসলাম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার দুই সন্তান। গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বয়লার বিস্ফোরন হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত নূর ইসলাম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লা ছেলে। আহত রোমানা (১১) ও মোস্তাকিম (৫) নিহত নূর ইসলাম মোল্লার সন্তান।ওসি জাবেদ মাসুদ জানান, নিহত নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) মনোরমা রাইস মিলে দীর্ঘ দিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন।
গতকাল সোমবার রাতে শ্রমিক নিপা বেগম তার স্বামী নূর ইসলাম মোল্লা ও দুই সন্তান রোমানা ও মোস্তাকিমকে নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোরে ওই নারী শ্রমিক নিপা বেগম কাজ করতে বাইরে বের হন। এ সময় হঠাৎ করে রাইস মিলের বয়লার বিস্ফোরন হলে রুমের দেওয়াল ভেঙ্গে নুর ইসলাম মোল্যা ও সন্তানদের শরীরের উপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম মোল্যা নিহত হন ও তার দুই সন্তান মারাত্মক আহত হন।পরে খবর পেয়ে গেপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করা করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। ওই দুই শিশু সন্তানের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply