দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : শুক্রবার (২৬ মে) সকালে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর এই দুই পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্যা ও স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এর আগে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে হাজির হন। এসময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাজী লিয়াকত আলী (মোবাইল ফোন), রেজাউল হক সিকদার রাজু (চামচ), জি এম সাহাবুদ্দিন আজম (কেরাম বোর্ড), মৃনাল কান্তি রায় চৌধুরী (জগ), শেখ রকিব হোসেন (নারকেল গাছ), মুশফিকুর রহমান লিটন (ইস্ত্রি), দিলীপ কুমার সাহা দীপু (কম্পিউটার) এস এম নজরুল ইসলাম নতুন (হেলমেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল ইসলাম (হাত পাখা) ও মো. আবুল ফত্তাহ সজু (রেল ইঞ্জিন)।
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন।
অপরদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply