গোবিন্দপুর ইউনিয়নের প্রধান শিক্ষক সঞ্জিব কুমারের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ
-
Update Time :
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
-
১৭৮
Time View
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১৮নং অর্জুনদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা সমাচলনার সৃস্টি হয়।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীকে খাবার পানি নিয়ে তার কক্ষ ডেকে নেন। তারপর তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী শিক্ষকের হাত থেকে রক্ষা পেতে চিৎকার দিলে আশপাসের লোকজন ছুটে আসে। সে কান্না জড়িত কণ্ঠে আশপাশের লোকজনকে ঘটনাটি খুলে বলে। কান্নাজড়িত কণ্ঠে ওই শিক্ষার্থী এ প্রতিবেদককে জানায়, আমারে স্যারে ডেকে নিয়ে ধস্তাধস্তি করে। এদিকে এ ঘটনাকে মিথ্যা দাবি করে প্রধান শিক্ষক সঞ্জিব কুমার বাইন বলেন, এমন কোন ঘটনা ঘটেনি আমি ষড়যন্ত্রের স্বীকার। শিক্ষার্থীকে দিয়ে একটি মহল স্বার্থ হাসিল করতে চায়।এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।জেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply