আহসান আলীর জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। অতীতে তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন থেকেই তার মধ্যে হাস্যরস ও কৌতুকের চর্চা ছিল। এরপর শুভাকাঙ্ক্ষিদের পরামর্শ ও নিজের চেষ্টায় কৌতুক অভিনয় শুরু করেন।
আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক জজ আলী বলেন, আহসান আলী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। এছাড়া তার লিভারেও পানি জমা ছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়।
সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী।আহসান আলী সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে।
তার পারিবারিক সূত্র জানায়, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় দুই দশক আগে থেকে কৌতুক অভিনয় শুরু করেন তিনি। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে ‘ভাদাইম্যা’ হিসেবে পরিচিতি লাভ করেন আহসান আলী।তার খণ্ড খণ্ড কৌতুক সিডি, ভিসিডি এবং ইউটিউবের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। অল্পদিনেই আসান আলী হয়ে ওঠেন সবার প্রিয় ভাদাইমা। জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সকল শ্রেণী-পেশার মানুষের কাছেই তিনি ছিলেন জনপ্রিয়তায় তুঙ্গে।
‘ভাদাইমা’ চরিত্রে বহু কৌতুক নাটক করেছেন আহসান আলী। তার সেসব কাজ সিডি আকারে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। বিশেষ করে গ্রামের মানুষের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
Leave a Reply