দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় ও গোপন তথ্য সুত্রে জানাযায় গোপালগঞ্জ জেলার অন্তগর্ত মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মাদক ও দেহ ব্যাবসায়ী ভয়ন্মকর এক নারী বিউটি ।ভারতে জন্ম নেয়া এই নারী মাত্র ১৩ বছর বয়সে নিজের মা ফরিদা বেগম এর কাছ থেকে শিখে নেয় দেহ ব্যাবসা ,নারী পাচার,মাদক সেবন আর বে্লাকে ভারতে যাওয়া আসার বিশাল কৌশল।সাইবার ক্রাইম ইন্টারনেট মোবাইল ফোন আর ইমু ব্যাবহার করে বিভিন্ন এলাকার যুবক দের ভিডিও কলের মাধ্যমে দেহ প্রদর্শন করে প্রথমে প্রেম প্রস্তাবের কথাবার্তা ,মাদক সেবন, পরে চলে যৌন নিলার দেহব্যাবসা, স্থানীয়রা বলেন গত দুই বছর আগে চরপ্রসন্নদী গ্রামের আইব খানের স্ত্রীর বোন বলে পরিচয় দিয়ে আইব খানের মেয়ের জামাই এর বি্ল্ডিং এ একটি ফ্লোট ভাড়া নেয়।এলাকার সবাই জানত মাদক ও দেহ ব্যাবসায়ী এই ভয়ন্মকর নারী বিউটি আইব খানের শালী ।তাই ভয় আর লজ্জায় আমরা প্রথমত কিছু বলতাম না ।
যখন দেখলাম আইব খানের স্ত্রীর সহযোগিতায় দিনে রাতে প্রকাশে মাদক ও দেহ ব্যাবসা শুরু করছে এলাকার আসপাশের অনেক যুবক দের নস্ট্র করে দিচ্ছে তখন আমরা গ্রামবাসীরা কয় একজন যুবক সহ এই ভয়ন্মকর নারী বিউটিকে ঘরের মধ্যে আটক করে গণধোলাই দিয়ে তাড়িয়ে দেই।পরে সে চলে যায় টেকেরহাট দক্ষিন পাড় আবাসিক এলাকায় সেখানে সে আবার গণধোলাইতে স্বিকার হয়ে চলে আসে টেকেরহাট উত্তর পাড় আবাসিক এলাকায় সৌদি প্রবাসী আবুল কালাম মৃর্ধার বিল্ডিং এ সে খানেও সে ধরা খেয়ে চলে যায় কোহেল হাজীর বিল্ডিং এ যায় ,সেখান থেকে গণধোলাই উত্তম মাধ্যম খেয়ে চলে আসে হায়দার শেখ এর বিল্ডিং এ ।উক্ত এলাকার পুলিশ আর জনগনের চাপের মুখে এ বিল্ডিং ছাড়তে বাদ্ধ হয়।
পরে অর্থলোভী লাজ লজ্জাহিন নারী আইব খানের স্ত্রী কে বিরাট অংকের টাকা ঘুষ দিয়ে চলে আসে আবারও আইব খানের মেয়ের জামাই এর বি্ল্ডিং এ ।শুরু করে দিনে রাত্রে মাদক ও দেহ ব্যাবসা চলে গভীর রাত পর্যন্ত ।আমরা গ্রাম বাসী জানিনা কেন আইব খানের বউ বার বার এই খারাপ মহিলাকে জেনে শুনে এনে ঘর ভাড়া দেয় ।এ ব্যাপারে বিবিডি সংবাদ সংস্থা জেলা গোপালগঞ্জের পক্ষ থেকে জানতে চাইলে বি্ল্ডিং মালিক কর্তৃপক্ষ আইব খানের স্ত্রী তামান্না বেগম বলেন আমি টাকার জন্য ঘর ভাড়া দিয়েছি ঘরের মধ্যে কে কি করে তা আমার দেখার বিষয় না।মাদক ও দেহ ব্যাবসায়ী এই ভয়ন্মকর নারী বিউটি র রয়েছে বেশ কয়েক জন দালাল, তার মধ্যে অন্যতম হচ্ছে চরপ্রসন্নদী আবাসিক এলাকার শংকর শীল সহ ৫ জন।এদের জরুরীভিত্তিতে গ্রেফতার পুর্বক আইনের আওতায় এনে জেলহাজতে প্রেরনের জন্য পুলিশ সুপার গোপালগঞ্জ ও ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মুকসুদপুর ওসি মহোদ্বর নিকট স্ব- বিনয় অনুরোধ করছে এলাকাবাসী।
Leave a Reply