দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মাদারীপুরের শিবচর উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংক্রান্ত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।প্রধানমন্ত্রী শেখ বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প এখন আর কেউ নেই। করোনা মহামারির সময়ে যখন আমরা সবাই ঘরে বন্দি তখনো প্রধানমন্ত্রী বাজেট পাস করেছেন। প্রধানমন্ত্রী রাতদিন শুধু দেশের মানুষের কথা ভেবেছেন। কীভাবে মহামারির দুর্যোগ মোকাবিলা করে দেশের মানুষকে রক্ষা করা যায় সেই চিন্তা করেছেন।
চিফ হুইপ আরও বলেন, বিশ্বে এখন একটা যুদ্ধকালীন সময় চলছে। এই সময়ে আমরা সবাই যদি ফসল, মৎস্যসহ সবধরনের কৃষিজমি সঠিকভাবে কাজে লাগাই তাহলে দেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ থাকবে, অন্তত না খেয়ে মারা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাই খেয়াল রাখবেন যেন এক ইঞ্চি ফসলি জমিও খালি না থাকে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান, শিবচর পৌরমেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা প্রমুখ।
Leave a Reply