দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ রোববার (১১ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।মোটরসাইকেল চালক মাহবুব খান আহত হয়েছেন।সন্ধ্যায় বর্ণি-সিঙ্গীপাড়া সড়কের বাঁশুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম জাফর আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে। আহত মাহবুব খানের বাড়ি একই উপজেলার একই গ্রামে।উপ-পরিদর্শক (এসআই) কে এম জাফর আলী জানান,
নজরুল ইসলাম বাঁশুড়িয়া এলাকায় বর্ণি-সিঙ্গীপাড়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় বাঁশুড়িয়া থেকে ছেড়ে আসা সিঙ্গীপাড়ামুখি দ্রুতগামী একটি মোটরসাইকেল পথচারী নজরুলকে চাপা দেয়।এতে পথচারী নজরুল ও মোটরসাইকেল চালক মাহবুব আহত হন। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে নজরুলের অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত মাহবুবকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানাযায়।
Leave a Reply