দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : ময়মনসিংহে গত রোববার (১৭ জুলাই) ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশুর সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তায় এ অ্যাকাউন্ট খোলা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো:আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তায় সোনালী ব্যাংক ত্রিশাল শাখায় একটি অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টে সোনালী ব্যাংক অথবা অন্য যে কোনো ব্যাংক থেকে সহায়তা করা যাবে।
নবজাতকটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, ‘ওই নবজাতক ছাড়াও এবাদত (৮) ও জান্নাত আক্তার (১০) নামে আমার আরও দুই নাতি আছে। ওদের জন্য প্রশাসন একটি অ্যাকাউন্ট খুলে দিয়েছে। দেশবাসী যদি সহায়তা করে তাহলে আমার নাতিদের মানুষের মতো মানুষ করে তুলতে পারবো।’
তিনি আরও বলেন, ‘বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন। তিনি আমাদের নগদ ১০ হাজার টাকা, একটি প্রতিবন্ধী ভাতা ও প্রতি মাসে ৩০ কেজি চালের একটি কার্ড দিয়েছেন।’
Leave a Reply