দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মার্কিন ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তানের মুদ্রার মান । যদিও এর আগে পাকিস্তানির রুপির রেকর্ড পতন হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেখা গেছে ডলারের বিপরীতে মুদ্রাটির মান বেড়েছে দুই দশমিক ৪৯ রুপি। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য অনুযায়ী, সবশেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ২২৯ দশমিক ৬৩ রুপি পাওয়া যায়। গতকাল ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান ছিল ২৩২ দশমিক ১২ রুপি।প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে গত পাঁচ সেশন ধরেই রুপির মান পুনরুদ্ধার হচ্ছে। সেপ্টেম্বরের ২২ তারিখ পাকিস্তানের রুপি ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণ কমে ২৩৯ দশমিক ৯৪ রুপিতে দাঁড়ায়। মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির মুদ্রার মান কমতে থাকে।
তবে শেষ চার সেশনে ১০ দশমিক শূন্য আট রুপি পুনরুদ্ধার হয়েছে।এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইক্যাপ) সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেছেন, নতুন অর্থমন্ত্রী হিসেবে ইসহাক দারের দায়িত্ব নেওয়ার কারণে মুদ্রা বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ড পাওয়ার খবর সত্ত্বেও এর আগে রুপির মান কমতে থাকে। কিন্তু নতুন অর্থমন্ত্রীর ভালো ব্যবস্থাপনার আশায় রুপি ঘুরে দাঁড়াচ্ছে। পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসহাক দার। বুধবার রাজধানী ইসলামাবাদে ছোট পরিসরে এই প্রবীণ রাজনীতিবিদকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলী।
৭২ বছর বয়সী ইসহাক দার এর আগে চারবার পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্নই বলা যায়। তিনি এখন এমন সময়ে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন যখন পাকিস্তান ধ্বংসাত্মক বন্যা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে।
Leave a Reply