দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত কাল বৃহঃস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত ইফতারে অংশ নিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত লেখকরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আশফাকুজ্জামান,মাউশির সহকারী প্রকল্প পরিচালক আসাফদৌল্লাহ তুষার এবং ঢাকা ওয়াসার সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদুল হক।বক্তাররা তরুণ কলামিস্টদের নীতি নৈতিকতা বজায় রেখে লেখা চালিয়ে যাবার আহবান জানান।
ইফতারে অংশ নেওয়া ঢাবির আইনের শিক্ষার্থী তানভীর বলেন,লেখকদের মিলনমেলার এই ইফতারে এসে অনেক ভালো লাগছে।চমৎকার একটা আয়োজন ছিলো।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি জাহানুর ইসলাম ও বর্তমান সভাপতি মারজুকা রায়না।এসময় সংগঠনের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply