পদ্মা সেতু চালুর পর জেলার বিভিন্ন স্থানে বেশকিছু মেগা প্রকল্পের কাজ শুরু হবে। এই সেতু চালু হলে গড়ে উঠবে নতুন নতুন শিল্পকারখানা। তৈরি হবে কর্মসংস্থান।আমাদের দক্ষিণবঙ্গের মানুষ এখন উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে। এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, সৃষ্টি হবে বেকারদের কর্মস্থান। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বলে আমি মনে করছি।’
পদ্মা সেতু আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্য ঢাকা যেতে পারব। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এ অঞ্চলে শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে। এ জেলায় অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে।’পদ্মা সেতু চালু হচ্ছে। এতে আমাদের খুব সুবিধা হবে। আমরা এখন সরাসরি পাট নিয়ে ঢাকার বিভিন্ন মিলে বিক্রি করতে পারব। কম সময়ে ঢাকা যেতে পারব।’
পদ্মা সেতুকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম ভালো পাওয়া যাবে। কৃষকের উন্নতি হবে, পাট ও পেঁয়াজনির্ভর এ অঞ্চলের কৃষিপণ্যের রফতানি বাজার তৈরি হবে। এখন অনেক কম সময়ে এ অঞ্চলের কৃষিপণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেয়া যাবে বলে আমি মনে করছি।
Leave a Reply