দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে শান্তি আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের ভোটেই আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।শনিবার (২২ এপ্রিল) সকালে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।বাহাউদ্দিন নাছিম বলেন, দেশে শান্তি আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবে জনগণ।আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই দেশ পরিচালনা করতে চায় আওয়ামী লীগ।তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সমর্থন করে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সাফল্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে শেখ হাসিনাকে ভালোবাসে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এটি আয়োজন করবে। সব দায়িত্বশীল রাজনৈতিক দল নির্বাচনে আসুক, এটা আওয়ামী লীগের প্রত্যাশা। যারা নির্বাচনে অংশ নেবে, তাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দেবেন।
Leave a Reply