দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) ১ লাখ টাকা ঘুস সাধায় মো. আমিরুল ইসলাম সঞ্জীব নামের এক মাদক কারবারির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি মাদক কেনাবেচার সময় সঞ্জীবকে আটক করে র্যাব-১১।সোমবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জে মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ১৬৫-এ/৫১১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আসামির বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি জানিয়েছে।জানা যায়, মাদক কারবারের সময় র্যাব-১১ এর হাতে আটক হন মো. আমিরুল ইসলাম সঞ্জীব। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। আইনের আওতায় না নেওয়ার জন্য এবং গোপন রাখার জন্য নারায়ণগঞ্জের আদমজীনগরের টহল টিমের সদস্যদের নগদ এক লাখ টাকা ঘুস সাধার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে মামলা করেছে দুদক।
Leave a Reply