দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল বুধবার ফরিদপুর বরিশাল মহাসড়কের যানজট নিরসনে মাদারীপুর জেলা প্রশাসকের উদ্দোগে টেকেরহাট উত্তর পাড়,দক্ষিন পাড়,প্রায় দুই শতাধীকের ও বেশী ছোট বড় দোকান পাট উচ্ছেদ করা হয়।এতে প্রায় নব্বই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান সাধারন ব্যাবসায়ীরা।
পবিত্র মাহে রমজানের ঈদ কে সামনে রেখে ফরিদপুর বরিশাল মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা, বাজার এলাকায় জনসমাগম, রাস্তার উপর ইট বালু বিক্রি ও বেশীর ভাগ সেতু সংকুচিত এবং বাস কাউন্টার সংকট রয়েছে। ফলে বিশেষ করে আটটি জায়গায় প্রায় প্রতিদিন যানজট সৃস্টি হচ্ছে আর ঘটে সড়ক দুঘর্টনা ।
সেগুলো হলো ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের মুন্সিবাজার, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার, ভাঙ্গা পৌরসভা, ভাঙ্গা ট্রাফিক মোড়, নগরকান্দা উপজেলার তালমা বাজার ও ভাঙ্গার শেষ প্রান্তে টেকেরহাট উত্তর পাড়,দক্ষিন পাড়, রাজৈর বাস্টান্ড, মস্তফাপুর হয়ে বরিশাল পযন্ত রস্তার উপর গরু খাসির মাংসের দোকান ,হাস মুরগী বিক্রি কাচা বাজার,প্রায়ই দেখা যায়।
তা্ই ফরিদপুর বরিশাল মহাসড়কের যানজট নিরসনে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটএর নেতৃত্বে টেকেরহাট উত্তর পাড়,দক্ষিন পাড়,প্রায় দুই শতাধীকের ও বেশী ছোট বড় দোকান পাট উচ্ছেদ করা হয়।এতে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
Leave a Reply