দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৬ টি ইউনিয়নে এই সমাবেশ শুরু হয়।এতে গোহালা,রাঘদী ইউনিয়ন সহ বেশ কয়একটি ইউনিয়নে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান(টুটুল) সকাল ১১:৩০মি: সময় রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মিজানুর রহমান (কামরুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান(রেন্টু) হাওলাদারে পরিচালনায় বক্তব্য রাখেন রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ন সাধারন সম্পাদক কে এম জাকির খান,সহ সভাপতি জাফর মোল্যা,আব্বাস আলী শেখ, ২নংওয়ার্ডের সাধারন সম্পাদক মো:দেলোয়ার শেখ ও আরোও অনেকে।
পরে বিকাল ৪ ঘটিকার সময় মুকসুদপুর পৌরসভায় সমাবেশে প্রধান অতিথির ফারুক খান বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কুৎসা রটাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই চান গণতান্ত্রিকভাবে দেশে সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হোক। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন।
পরিশেষে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দিগনগর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে শান্তি সমাবেশে প্রধান অতিথি জননেতা মুহাম্মদ ফারুক খান এম. পি. প্রেসিডিয়াম সদেশ্য বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথিঃ জনাব রবিউল আলম শিকদার সভাপতি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও জনাব সাইদুর রহমান টুটুল – সাধারণ সম্পাদক মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, স্বাগত বক্তব্য রাখেন, মোহাম্মদ আলি চেয়ারম্যান – দিগনগর ইউনিয়ন পরিষদ,সভাপতিত্বে ছিলেন, এবি এম মাসুদ সভাপতি দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ, সঞ্চালনায় ছিলেন, মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ।এ সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছি্লেন।
Leave a Reply