দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ রোববার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় দোষী আইনজীবীর শাস্তির দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি একিউএম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, অফিসার সমিতির সাধারণ মিরাজ সিকদাক, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান, শিক্ষার্থী ফারজানা দিশাসহ অনেকে বক্তব্য রাখেন।শিক্ষার্থী ফারজানা দিশা বলেন, ‘আমাদের আজ নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গায় এমন কাণ্ডের শিকার হবো এটা আমাদের কাম্য নয়। আমরা সব জায়গায় নিরাপত্তা দাবি করি।’
কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এমন যৌন হয়রারির কাণ্ড আগেও ঘটেছে। এবারও একই ঘটনা ঘটলো। একজন আইনজীবী এক শিক্ষাক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন। এই আইনজীবীর কঠোর শাস্তি হওয়া উচিত। আমরা তার কঠোর শাস্তির দাবি জানাই।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি একিউএম মাহবুব বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে টিউশনের প্রলোভন দেখিয়ে নির্জন বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একজন আইনজীবীর কাছ থেকে এমন ন্যক্কারজনক কাজ আশা করিনি। আমরা এ ঘটনায় অত্যন্ত লজ্জিত। আমার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
আইনজীবী আলমগীর হোসেনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্র্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। গত শুক্রবার বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়। এই ঘটনায় ওই দিন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন।
Leave a Reply