দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : বলিউড অভিনেত্রী ভূমিকা চাওলা একজন অভিনেত্রী এবং একজন সাবেক মডেল। তিনি তেলুগু ছবি ইয়ুভাকুডু (২০০০) দিয়ে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেন এবং তারপর থেকে তিনি ভারতীয় বিভিন্ন চলচ্চিত্র শিল্পে এবং ত্রিশটিরও অধিক তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম, কর্ণাঠক, ভোজপূরি, এবং পাঞ্জাবি চলচ্চিত্রে কাজ করেন। তাঁর করা খুশি, অক্কাডু, তেরে নাম, মিসসাম্মা, গান্ধী, মাই ফাদার, বাডি এবং আনাসুয়া ছবিগুলো দিয়ে আলোচনায় আসেন। সালমান খানের সাথে তেরেনাম সিনেমায় অভিনয় করে তিনি বেশ সুনাম কুড়িয়ে ছিলেন।
Leave a Reply