দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন ভূমি আইন নতুন করে সংস্কার হচ্ছে নতুন আইন বাস্তবায়ন হলে মাস্তানি করে দখলের মাধ্যমে জমির মালিকানা আর থাকছে না বলে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।সচিব আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই একটা দুরবস্থা যাচ্ছে। আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে, কৃষিভিত্তিক দ্রব্য সামগ্রীগুলো উৎপাদনে একটা কমফোর্টেবল পজিশনে আছি। কৃষি গবেষকরা জানিয়েছেন, আগামীতে ধানসহ কৃষিভিত্তিক অনেক ফসল দ্বিগুণ উৎপাদন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাই আগামীতে বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সক্ষম হবো।মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে সভায় শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ির জেলা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply