দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব ।তিনি আরও বলেন, মানবাধিকার সমুন্নত রেখেই দেশের নিরাপত্তার জন্য র্যাব কাজ করে যাচ্ছে। তবে দেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জঙ্গিবাদ ও মাদক। শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক আন্দোলন জরুরি।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে আমেরিকা প্রশ্ন তুলেছিল। তারা যেসব বিষয়ে জানতে চেয়েছে আমরা যথাযথভাবে সব প্রশ্নের জবাব দিয়েছি ডকুমেন্টসসহ। সেসব তারা পর্যালোচনা করছে। আমি বিগত ৫ মাস দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকে র্র্যাব মানবাধিকার সমুন্নত রেখে এই দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে ‘
র্যাব প্রসঙ্গে ডিজি বলেন, ‘র্যাব হলো এলিট ফোর্স। সব বাহিনী থেকে চৌকস, ভালো অফিসারদের বেছে র্যাব তৈরি করা হয়েছে। র্যাব ফোর্সের মূল স্লোগান হলো ‘বাংলাদেশ আমার অহংকার’। আমরা কাজ করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, সেই আদর্শকে লালন করে দায়িত্ব পালন করে যাই। কাজ করতে গেলে কিছু ত্রুটি হতেই পারে, দেখতে হবে পার্সেনটেন্স কত। সামান্য কিছু দুর্ঘটনা হয়তো ঘটেছে, সেটা হয়তো ১ শতাংশের নিচে হবে অথবা ৫ শতাংশও হতে পারে। সেটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই হয়।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদের কারণে অবস্থা বেশ খারাপ হয়েছিল। র্যাবই জঙ্গিবাদকে নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্যাঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা কোনো অবস্থায়ই র্যাব ছাড়া অন্য কেউ সমাধান করতে পারত কি না সন্দেহ আছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সেখানেও তা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, কাজ যারা করে ভুল তাদের হবেই। র্যাব ফোর্সের সদস্যরা প্রচলিত আইনের মধ্যে থেকেই কাজ করে। যদি কোনো সদস্য অস্বাভাবিক কোনো কাজ করে, সেটা তার করা উচিত না।র্যাব ডিজি বলেন, ‘সামনে নির্বাচন আসছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে আমরা কাজ করব। আমরা চাই সুষ্ঠু-সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে।’
এর আগে র্যাবের মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।এ সময় র যাবের উচ্চ পদস্থকর্মকর্তাসহ জেলা আ:মীলীগের সভাপতি মাহাবুব অলী খান টুঙ্গিপাড়া উপজেলা আ:মীলীগের সাধারন সম্পাদক মো:বাবুল শেখ উপস্থিত ছিলেন।
Leave a Reply