দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুরে কালকিনিতে নদ থেকে অবৈধভাবে উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে পুলিশের সহযোগিতায় অভিযান চালান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:কায়েসুর রহমান।
এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান। অভিযানে প্রায় দুই লাখ টাকার পাইপ ভেঙ্গে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও আলীনগর ইউনিয়নের আড়িয়াল খা ও পারদী নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারমঙ্গল ইউনিয়নের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও কিছু পাইপ ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply