জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার পূয়ালী এলাকার আ. হাকিম মুন্সির (৪৫) সঙ্গে একই এলাকার ওই গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এই সম্পর্কের সূত্র ধরে গত ৪ এপ্রিল ওই গৃহবধূ হাকিম মুন্সির সঙ্গে পালিয়ে যান। এরপর থেকে তাদের মোবাইলফোনও বন্ধ। পরে এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী বলেন, আমার দুটি সন্তান। এক সন্তানের বয়স মাত্র ১০ মাস। সেই সন্তান সারাদিন মায়ের জন্য কান্নাকাটি করছে। ছোট ছোট দুই সন্তানকে রেখে আমার স্ত্রী পরকীয়া প্রেমিক হাকিম মুন্সির হাত ধরে পালিয়েছে। যাওয়ার সময় আমার ঘরে থাকা নগদ টাকা, সোনাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। আমি গতকাল রাতে ওদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শামীম হোসেন বলেন, ওই গৃহবধূ একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply