দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরে গত কাল সোমবার (১২ ডিসেম্বর) ভোরে লিমা খাতুন (২১) নামের নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়। লিমা মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি জয়পুরহাটের আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ও একই গ্রামের চাঁনমিয়ার স্ত্রী।নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, লিমা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় থেকে পড়াশোনা করতেন। রাতে রুমের অন্য সহপাঠীদের কিছু না বলে বাথরুমে যান। দীর্ঘক্ষণেও ফিরে না এলে সহপাঠীদের সন্দেহ হয়। তারা বাথরুমের দরজা ভেঙে লিমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দিনগত রাত ১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় মারা যান লিমা।মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ পারিসা খাতুন বলেন, ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার থেকেও কিছুই বলছে না। কী কারণে এটি ঘটেছে সহপাঠীরাও মুখ খুলছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন হাসপাতালে আনার দুঘণ্টা পর ওই ছাত্রীর মৃত্যু হয়। প্রথমে সাধ্যমতো চেষ্টা করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
Leave a Reply