দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড় বাজার থেকে সিন্দিয়াঘাট খাদ্যগুদাম পর্যন্ত এলজিইডির প্রায় ২ কিলোমিটার রাস্তা বেহাল দশা মানুষের চরম ভোগান্তি। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
এই সড়ক দিয়ে গোহালা ও বমনডাঙ্গা বাজার হয়ে মুকসুদপুর উপজেলায় যাওয়ার সহজ পথ। রাস্তা ভেঙে ছোট বড় গর্তের তৈরি হয়েছে।
গঙ্গারামপুর,হরিরচর,মনিরকান্দী,প্রসন্নপুর,খান্দারপাড় ,নয়াকান্দী,তাতীহাটি,মোল্লাদী,বড়দিয়া এই আটটি গ্রামের শত-শত ছাত্রছাত্রী টেকেরহাট স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাওয়া আশা করে। সময় মতো যাওয়া আশা করতে পারেনা পরতে হয় বিরম্বনায়।
তাই এলাকাবাসীর দাবী যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কার করে জনগনের ভোগান্তি দূর করার জন্য।চরপ্রসন্নদী গ্রামের বাসিন্দা হানিফ বেপারী বলেন, আমার বাড়ীর সামনে এই রাস্তায় প্রতিদিন দূর্ঘটনা ঘটে। দ্রুত মেরামতের দাবি জানাই।টেকেরহাট বাজারের অটো গাড়ী চালক হানিফ মল্লিক বলেন এই রাস্তার অবস্থা খারাপ হওয়ায় কারও হাত ভাংগে কারও পা ভাংগে কারও মাজা ভাংগে প্রায় প্রতিদিনিই,চরপ্রসন্নদী ১২৫নং সরকারী প্রথমিক বিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ মো:নায়িম বলেন প্রতিদিন শতশত ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়া আশা করে, সময় মতো যাইতে পারেনা, অটো উলটে ঘটে দূর্ঘটনা। রোগী নিয়ে যেতে ভিষণ কষ্ট হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্মান চ্রেযারম্যান জনাব সাইদুর রহমান (টুটুল্) এর নিকট জানতে চাইলে তিনি বলেন এই রাস্তাটির প্রাকলন করে উপরে পাঠিয়েছি, অনুমোদন হলে দ্রুত টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।
Leave a Reply