দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চাঞ্চল্যকর যুবলীগ নেতা হত্যা মামুন হত্যা মামলার প্রধান আসামী ডাকাত সদস্য মো: সেলিম খন্দকারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা রেল স্টেশন এলাকা থেকে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৬।
গ্রেপ্তারকৃত হত্যা মামলার প্রধান আসামী ডাকাত সদস্য মো: সেলিম খন্দকারের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। র্যাব-৬ জানায়, গ্রেপ্তারকৃত হত্যা মামলার প্রধান আসামী ডাকাত সদস্য মো: সেলিম খন্দকারের সাথে যুবলীগ নেতা মামুনের সাথে শত্রুতা চলে আসছিল।
গত ১৮ জুন রাতে আসামী মো: সেলিম খন্দকারসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নয়ে মামুনের বাড়িতে গিয়ে মামুন, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়।
এসময় সেলিম রাম দা দিয়ে মামুনকে কুপিয়ে মারাত্মক আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করে। সেখানে মামুন ও তার স্ত্রীর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেও মামুনের অবস্থা আরো অবনতি হলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। পরে মামুন হত্যা মামলার পলাতক আসামী ডাকাত সদস্য মো: সেলিম খন্দকার সদর উপজেলার গোবরা রেল স্টেশন এলাকায় আত্মগোপনের রয়েছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। পরে সেখানে থেকে আসামী ডাকাত সদস্য মো: সেলিম খন্দকাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply