দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা: গোপলগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নে এনজিওর নামে প্রতারণার মাধ্যমে গ্রাহক উত্তর গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মল্লিক এর ছেলে রুহুল মল্লিক (৪৫)এর কাছ থেকে ৩০ লক্ষ টাকা আত্মসাৎকরার অভিযোগে দক্ষিন গঙ্গারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫) সহ প্রতারক চক্রের ৩ সদেশ্যের বিরুদ্ধে মামলা ।ভুক্তভুগি পরিবার ও মামলার বিবরনে জানাযায় বাদী এবং আসামীরা পাশাপাসি গ্রামের বাসিন্দা সেই সুবাদে বাদি রুহুল মল্লিক এর সাথে বিবাদী মিজানুর রহমান সহিত সখ্যতা গড়ে তুলে এবং বাদীকে জানায় আমরা ঢাকায় একটি এনজিও এর সাথে ব্যাবসা করি সেখানে এক বছরের মধ্যে কিস্তিতে ৩০ লক্ষ টাকা জমা প্রদান করিলে এক বছর পরে ৭০ লক্ষ টাকা পাওয়া যাবে ।
অতিরিক্ত মুনাফা পাবার আশায় বাদী রুহুল মল্লিক গত ১৩/১২/২০২১ ইং তারিখ থেকে ০৪/০৯/২০২২ ইং তারিখ পর্যন্ত ৩০ লক্ষ টাকা দেন মিজানুর রহমানকে।এ ব্যাপারে উত্তর গঙ্গারামপুর গ্রামের তিন্নু মল্লিক বলেন রুহুল মল্লিক আমার ছোট ভাই কি ভাবে প্রতারনায় স্বিকার হয় তা আমরা জানতাম না যখন জানতে পারি তখন প্রথমত আইনগত ব্যাবস্থার জন্য বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে অবগত করে স্থানীয় সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ীতে প্রাথমিত ভাবে লিখিত অভিযোগ দেই।এ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারক মিজানুর রহমানকে গ্রেতার করে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ীতে ধরে নিয়ে আসে গ্রামবাসী ও পুলিশের কাছে সে ১৫ লক্ষ টাকার কথা স্বিকার করে।বিকাল ৫ ঘটিকার সময় তাদের গ্রামের মেম্মবর নজরুল ইসলাম বিচার সালিসের কথা বলে তাকে ছাডিয়ে নেয়।
এর দুইদিন পরে বিচার না দিয়ে শালিসদের অ-মান্য করে উল্ট আমাদের পাওনা কৃর্ত ৩০ লক্ষ টাকা আত্মসাৎকরার উদ্দেশ্যে তিন তিনটি মিথ্যা হয়রানী মুলক মামলা করে আমদের বিরুদ্ধে।তাই এ ধরনের প্রতারক চক্র অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা ভুক্তভুগী পরিবার মানীয় প্রধান মন্ত্রী, মানীয় স্বা-রাষ্ট্র্র মন্ত্রী, ও পুলিশ প্রধানের সু-দৃস্টি করছি।এ ব্যাপারে ন্যায় বিচারের আশায় গত ১৩/১১/২০২২ ইং তারিখ বিঞ্জ সিনিয়র জুডিীশয়াল ম্যাজিষ্ট্রেট গোপলগঞ্জ মুকসুদপুর আদালতে আমার ছোট ভাই রুহুল মল্লিক বাদী হয়ে প্রতারক চক্রের ৩ সদেশ্যর বিরুদ্ধে একটি প্রতারনা মুলক মামলা দায়ের করে ।
Leave a Reply