দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির(৭২) চলতি বছরের ২৬শে র্মাচ সড়ক দুর্ঘটনায় মারা গেলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য্ হয়ে যায় । তাই আগামী ২৭ শে জুলাই উক্ত ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপ নির্বাচনের প্রচার-প্রচারনার মিছিল দেয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধায় সতন্ত্র প্রাথী এবাদদ মাতুব্বরের আনারস প্রতীক সমর্থকদের সাথে আ:লীগ দলীয় নৌকা প্রতিক প্রাথী শাহ নাজিমুদ্দিন ফকিরের সমর্থকদের সংঘর্ষহয়।এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।এ সময় উভয় পক্ষের নির্বাচনীয় ক্যাম্প সহ বেশকিছু দোকান পাট ও একাধিক মটর সাইকেল ভাংচুর হয়েছে।উপজেলার বাটিকামারী বাজারে এ ঘটনা ঘটে।
মারাত্বক আহত ব্যাক্তিরা হলেন নুরইসলাম ফকির(৫০) জাফর মিয়া(২৪) ডানু শেখ(৭০) ইসমাইল মোল্যা,আরজু মাতুব্বর(৪০) আফসার ভুইয়া(৬০) জাহান্ঙ্গীর মোল্যা (৫০) পান্নু মাতুব্বর(৫২) বিল্লাল হোসেন(৬৫) টুটুল শেখ (৩৩) ও রফিকুল ইসলামকে মুকসুদপুর স্বাস্থ্য্ কমপ্লেক্ এ ভতি করা হয়েছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান নির্বাচনীয় প্রচার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষহয়।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকা এখন শান্ত ,অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা নিব।
Leave a Reply