দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শ.ত্রুতার জেরে মাহফিলের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘ.র্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহ.ত হয়। আহ.তদের মধ্যে দুইজনকে গুরু.তর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভ.র্তি করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট উত্তরপাড় এ ঘ.টনা ঘ.টে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দূর-দূরান্তের সাধারণ যাত্রীরা ভো.গান্তির শি.কার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ অক্টোবর) রাতে চরপ্রসন্নদী এতিমখানা ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল শেষে খিচুড়ি বিতরণের সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি সাব্বির শেখ ও চরপ্রসন্নদী মিরাজ বেপারীর ছেলের মাঝে কথা কা.টাকা.টি ও হা.তাহা.তি হয়। এক পর্যায়ে রাতেই ধা.ওয়া-পাল্টা ধা.ওয়ার ঘ.টনাও ঘ.টে। এরই জেরে রবিবার সকালে সাব্বির শেখ, সাদ্দাম শেখ ও শাহীন শেখ সহ কয়েকজন টেকেরহাট উত্তরপাড় চরপ্রসন্নদী স্টান্ডে এসে পরে ঘ.ট.নাটি এলাকায় ছড়িয়ে পড়লে চরপ্রসন্নদী ও রাঘদি দুই গ্রামবাসী দেশীয় অ.স্ত্রস.স্ত্র নিয়ে সংঘ.র্ষে লি.প্ত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহ.ত হয়। এদের মধ্যে মাহবুব শেখ ও সৌরভ বেপারীকে গুরু.তর জ.খ.ম অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভ.র্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন এ ঘ.টনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘ.টনাটি পার্শ্ববর্তী জেলার রাঘদি ইউনিয়নের মধ্যে। তবে প.রিস্থি.তি নিয়.ন্ত্রণ করতে আমাদের পু.লি.শ রেখেছিলাম।
Leave a Reply