দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার (১৫ মার্চ) বজ্রপাতে ফোরকান শেখ (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই রাইয়ান শেখ (৬) গুরুতর আহত হয়েছে।সকালে মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। ফোরকান শেখ একই গ্রামের শেখ আমিরুজ্জামানের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে দুই ভাই বাড়ির পাশের খেতে কলাই তুলতে যায়। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাদ্রাসাছাত্র ফোরকান শেখ ও তার ভাই রাইয়ান শেখ গুরুতর আহত হয়। পরে স্বজন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করেন এবং রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply