দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলসহ তিন জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে মাকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে হামলাটি হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম এবং মুকসুদপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত অন্যরা হলেন- সাহিদুর রহমান টুটুলের ব্যক্তিগত মাইক্রোবাস চালক আয়নাল শেখ (৩৮) ও তার সহযোগী এনামুল খান (২৫)।
হামলার খবর জানতে পেরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে প্রশাসনের ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। অবরোধ চলাকালে মহাসড়ক দুইটির উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
ওসি আরো বলেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply