দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।বুধবার (১৫ জুন) সুষ্ঠু শান্তি পুর্ন ভাবে সকাল ৮ থেকে বিরতিহীন অবস্থায় চলে চারটা পর্যন্ত পরে কেন্ধ্যায় মুকসুদপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মো. আলা উদ্দীন আল মামুন এ ফলাফল ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী আহজ্জাদ মাহসিন খিপু মিয়া মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট। বেসরকারিভাবে আশ্রাফুল আলম শিমুল ১৬২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মুকসুদপুর পৌরসভায় মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী আইনজীবী আতিকুর রহমান মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো.আহজ্জাদ মাহসিন খিপু মিয়া (মোবাইল) সাদ্দাদ করিম (চামচ) ও সাইফ উদ্দীন সরদার (নারিকেল গাছ।
রিটার্নিং অফিসার আলা উদ্দীন আল মামুন জানান, মুকসুদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬২৭ জন। তার মধ্যে পুরষ ভোটার ৮ হাজার ৭৮৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ৮৪৩ জন।
Leave a Reply