দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : অফিস সুত্রে জানাযায় আজ বুধবার (২১ ডিসেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা কাশিয়ানী আঞ্চলিক মিনিবাস মালিক বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির র্অন্তভুক্ত ত্রি-বাষিক নির্বাচন ২০২২এর প্রার্থীদের যাচাই বাচাই শেষে ২ জন প্রাথীর ফরম উড্ড করার পর বিকেল ৩ ঘটিকার সময় প্রতীক বরাদ্দ সহ চুড়ান্ত ভাবে প্রার্থীদের নামের তালিক প্রকাশ করেন নির্বাচনে দায়িত্বে থাকা আহবায়ক সাইদুর রহমান(টুটুল) । এতে সভাপতি পদে ২ জন আহাজ্জাদ মহাসিন খেপুমিয়া তার প্রতীক ছাতা মার্কা,হেদায়েত হোসেন (পারভেজ)তার প্রতীক আনারস মার্কা,
সহ-সভাপতি পদে ৩ জন মো:কাবির মিয়া তার প্রতীক মাছ মার্কা,এ,বিএম,মাসুদুর রহমান তার প্রতীক কাপ পিরিচ,মো:চুন্নু মিয়া তার প্রতীক খেজুর গাছ,সাধারন সম্পাদক পদে ২ জন মো:আবুল কালাম অজাদ তার প্রতীক মই,মো:মো:আবুল কালাম ঢালী তার প্রতীক বাস মার্কা, যুগ্ন সাধারন সম্পাদক পদে ৩ জন মো:খোকন কাজী তার প্রতীক হরিন,মো:ছরোয়ার মোল্লিকেএর প্রতীক মোরগ,হাজী আ:হান্নান তার প্রতীক দেয়াল ঘড়ি,কোষাধ্যক্ষ পদে ১ জন মো:আহাদ ঢালী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত,দপ্তর সম্পাদক পদে ২ জন, আবুল হোসেন কাজীর প্রতীক টেবিল,মো:রফিকুল ইসলাম লিটু তার প্রতীক মোবাইল
,সড়ক সম্পাদক পদে ৬ জন মো:শাহ আলম মোল্লার প্রতীক চাকা,মো:ওবায়দুর শেখ বাদল তার প্রতীক ডাব,মো:ইসমাইল শেখ তার প্রতীক তরবারি,মজিবর রহমান মুন্সী তার প্রতীক উড়োজাহাজ.জাকারিয়া মিয়ার প্রতীক বালতি,ওবায়দুল হক (বাদল মুন্সি)তার প্রতীক ঢোলক.সদেশ্য পদে ৬ জন মো:মোকসেদ মোল্লা তার প্রতীক এক তারা,মো:মিজানুর শেখ তার প্রতীক আপেল,মো:মোরাদ হোসেন চৌধরীর গাভী মার্কা,মো:সাইফুল ইসলাম (তারা মিয়া) তার প্রতীক ঢেকি,মো:মোতাচ্ছের শেখ কাঠাল মার্কা,মো:জব্বার মোড়ল কুড়াল র্মাকা।বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির রুল রেজিলেশন মোতাবেক আগামী ২৯ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠীত হবে।
Leave a Reply